প্রচ্ছদ খেলাধুলা ৯৭ বলে ডাবল সেঞ্চুরি, মোস্তাফিজের সাবেক সতীর্থের ইতিহাস

৯৭ বলে ডাবল সেঞ্চুরি, মোস্তাফিজের সাবেক সতীর্থের ইতিহাস

অনূর্ধ্ব-২৩ স্টেট ‘এ’ ট্রফিতে ইতিহাস গড়েছেন ভারতীয় ক্রিকেটার সামির রিজভি। টুর্নামেন্টে উত্তর প্রদেশের এই ক্রিকেটার ত্রিপুরার বিপক্ষে মাত্র ৯৭ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন, যা এই টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি।

তবে এই ম্যাচটি লিস্ট ‘এ’ ক্রিকেটের অন্তর্ভুক্ত না হওয়াতে কিছুটা কষ্ট পেতে পারেন সামির। কারণ এই টুর্নামেন্ট লিস্ট ‘এ’ ক্রিকেটের স্বীকৃতি পেলে এটিই হতো লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি।

ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচে সমীর ৯৭ বলে ২০১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি মোট ১৩টি চার ও ২০টি ছক্কা মারেন। শুরুতে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪০৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।

পালটা ব্যাট করতে নেমে ত্রিপুরা ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৫৩ রানে আটকে যায়। ১৫২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে উত্তরপ্রদেশ। টুর্নামেন্টের চার ম্যাচে ইউপি-র এটি দ্বিতীয় জয়।

গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মোস্তাফিজুর রহমানের সঙ্গে খেলেছিলেন সামির। এই মৌসুমে অবশ্য তাদের কাউকেই ধরে রাখেনি চেন্নাই। মোস্তাফিজ তো দলই পাননি, তবে সামিরকে ৯০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।