প্রচ্ছদ খেলাধুলা রোহিতের ইনজুরিতে অধিনায়ক গিল, ওপেনার কে?

রোহিতের ইনজুরিতে অধিনায়ক গিল, ওপেনার কে?

ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে জিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মাকে খেলানোর ঝুঁকি তাই নেবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম এমনই জানিয়েছে।

রোহিত শর্মা না খেললে তার জায়গায় কিউইদের বিপক্ষে দলের নেতৃত্ব দেবেন তরুণ ওপেনার শুভমন গিল। তাকে ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবেই প্রস্তুত করা হচ্ছে বলেও খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সহঅধিনায়কও গিল।

প্রশ্ন হচ্ছে, রোহিত শর্মা না খেললে তার জায়গায় ওপেনিং করবেন কে? ভারতের সংবাদ মাধ্যম বেশ কিছু অপশনের কথা উল্লেখ করেছে। যেমন- কেএল রাহুলকে ফেরানো হতে পারে ওপেনিংয়ে। রাহুল ব্যাটিং অর্ডারের সব জায়গায় খেলে অভ্যস্ত। টেস্ট, ওয়ানডে ও টি-২০’তে অনেকবার ওপেনিংয়ে খেলেছেন তিনি।

রাহুলের নিয়মিত ব্যাটিং অর্ডার ছয়ে খেলানো হতে পারে ঋষভ পান্তকে। অবশ্য তাকেও ওপেনিংয়ে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। টেস্ট ও টি-২০’র নিয়মিত এই ব্যাটারের চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে জায়গা হয়নি। রোহিতের ইনজুরি তাকে খেলার সুযোগ এনে দিতে পারে। আরও একটি অপশনের কথা বলা হয়েছে। একাদশে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হতে পারে এবং সেটাও ওপেনিংয়ে।