প্রচ্ছদ খেলাধুলা মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে অবস্থান স্পষ্ট করলো বিসিবি

মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে অবস্থান স্পষ্ট করলো বিসিবি

হুট করে আইপিএল খেলার ডাক পড়ে মোস্তাফিজুর রহমানের। নিলাম থেকে তাকে কেউ না নিলেও পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ পরিস্থিতিতে স্থগিত হয়ে যায় আইপিএল। এরপর পুনরায় টুর্নামেন্টটি শুরুর তারিখ ঘোষণার পরেই মোস্তাফিজের সঙ্গে চুক্তি করে দিল্লি ক্যাপিটালস। জানায় তাকে দলে নেওয়ার খবর।

আইপিএল থেকে ডাক পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেন মোস্তাফিজ। সেই আবেদনের প্রেক্ষিতে তাকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বোর্ড।

দিল্লি ক্যাপিটালসের এই পেসারকে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজের শুধু প্রথমটিতেই মোস্তাফিজকে পাওয়া যাবে। মোস্তাফিজ এই মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে শারজায় আছেন। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের পরের ম্যাচে ১৯ মে।

এদিকে, আইপিএলে পুনরায় শুরুর পর দিল্লির প্রথম ম্যাচ গুজরাট টাইটানসের বিপক্ষে আগামী ১৮ মে। তাই স্বাভাবিকভাবেই মোস্তাফিজে দিল্লি অথবা বাংলাদেশ কোনো না কোনো একটি দলের ম্যাচ মিস করতে হতো। মোস্তাফিজ বাংলাদেশের ম্যাচটি মিস করছেন।

বাঁহাতি মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।