প্রচ্ছদ খেলাধুলা মেসিকে ছাড়াই আর্জেন্টিনা দল ঘোষণা

মেসিকে ছাড়াই আর্জেন্টিনা দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আসন্ন এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।কিন্তু ইনজুরি পড়ে আসন্ন ম্যাচ দুটি থেকে ছিটকে গেছেন এই বিশ্বকাপজয়ী মহাতারকা।

আগামী ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে উরুগুয়ের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। পরের ম্যাচে ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় তাদের প্রতিপক্ষ ব্রাজিল। ওই দুই ম্যাচের আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে ছিলেন লিওনেল মেসি।

সোমবার আসন্ন এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। যেখানে মেসি ছাড়াও নেই প্রাথমিক দলে থাকা আরও ৬ ফুটবলার। এই তালিকায় আছেন গনসালো মন্তিয়েল, লিওনেল মেসি, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা।

চোট শঙ্কায় প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন মেসি। যে কারণে ইন্টার মায়ামির হয়েও মিস করেছেন তিন ম্যাচ। গত শুক্রবার ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। প্রত্যাবর্তনের ম্যাচে দুর্দান্ত এক গোলও করেন এলএমটেন। দলও পায় ২-০ গোলের সহজ জয়।

এরপর গতকাল আটলান্টার বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শুরুর একাদশে ফিরেও দারুণ এক গোল করেন লিও। তাতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের শ্বাসরুদ্ধকর জয় পায় মায়ামি। ওই ম্যাচেই নতুন করে অস্বস্তি বোধ করেন মেসি। যে কারণে জাতীয় দল থেকে নাম প্রত্যাহার করেছেন আটটি ব্যালন ডি’অর জয়ী ও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী এই তারকা।

সংবাদ মাধ্যম জানিয়েছে, আটালান্টার বিপক্ষে ম্যাচের পর মেসির একটি স্ক্যান করানো হয়। সেখানে পায়ের মাংসপেশি ও সংযোগে ইনজুরি পাওয়া গেছে। যে কারণে তিনি আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না। তার ইনজুরি শনাক্ত হওয়ার পর ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আন্তর্জাতিক বিরতির সময়টায় মেসিকে বিশ্রাম দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন।

এখন পর্যন্ত কনমেবল অঞ্চলে বিশ্বকাপের বাছাইয়ে ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। তবে সাম্প্রতিক সময়টা আর্জেন্টনার খুব একটা ভাল কাটছে না। নিজেদের সবশেষ ৫ ম্যাচের মাঝে ২ ম্যাচেই হারতে হয়েছে তাদের। ১ ম্যাচে ছিল ড্র। বাকি দুই ম্যাচ তারা জিতেছে ঘরের মাঠে। প্রতিপক্ষের মাঠে সবশেষ ৩ ম্যাচ থেকে আর্জেন্টিনার নেই কোনো জয়। ড্র করেছে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে।

আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, , নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো।