
বাংলাদেশ ক্রিকেট আবারও কি ফিরে যেতে চলেছে তার গৌরবময় দিনে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের এক সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে জোর আলোচনার সৃষ্টি হয়েছে। বিসিবির উচ্চপর্যায়ে এবার জায়গা পেতে পারেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা!
সূত্র বলছে, বোর্ডের ‘ক্রিকেট অপারেশনস’ বিভাগে অথবা পরামর্শকের ভূমিকায় মাশরাফিকে যুক্ত করতে আগ্রহী বর্তমান সভাপতি। এই পরিকল্পনার মূল লক্ষ্য—জাতীয় দলে নেতৃত্বের ঘাটতি কাটানো, পেশাদারিত্ব ফেরানো এবং তরুণ প্রজন্মকে মানসিকভাবে প্রস্তুত করে মাঠের জন্য তৈরি করা।
এক ঘনিষ্ঠ সূত্র জানায়, “মাশরাফি কেবল একজন সাবেক অধিনায়ক নন, তিনি এক অনন্য মানসিকতার প্রতীক। তাঁকে বোর্ডে আনা মানেই মাঠ ও মাঠের বাইরের খেলোয়াড়দের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা প্রতিষ্ঠা করা।”
একজন আমিনুল ইসলাম বুলবুল—বাংলাদেশ ক্রিকেটের শুরুর পথচলার স্থপতি। আর অন্যজন মাশরাফি—যিনি সেই পথ ধরে এগিয়ে গেছেন সাহসিকতা আর সাফল্যের এক নতুন ইতিহাস রচনা করে। এবার এই দুই কিংবদন্তি যদি বোর্ডের নীতিনির্ধারক টেবিলে একত্র হন, তবে সেটা হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন ইনিংসের সূচনা—যা মাঠের বাইরেও দলকে বদলে দিতে পারে।
এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সবদিকেই চলছে প্রস্তুতি। ক্রিকেটবোদ্ধা থেকে শুরু করে সাধারণ ভক্ত—সবাই এই যুগল নেতৃত্বকে স্বাগত জানাতে মুখিয়ে। অনেকেই এটিকে বলছেন “বাংলাদেশ ক্রিকেটের সম্ভাব্য নতুন স্বর্ণযুগের প্রথম ধাপ”।