পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ শুনল দক্ষিণ আফ্রিকা। ৩ দিন পর শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং কোচকে ছাড়াই মাঠে লড়তে হবে হেনরিখ ক্ল্যাসেন-ডেভিড মিলার। আজ ব্যক্তিগত কারণ দেখিয়ে সীমিত সংস্করণের কোচের পদ ছেড়েছেন জেপি ডুমিনি।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দলটির সাবেক ক্রিকেটার ও কোচ মার্ক বাউচারের যুগ শেষ হলে সাদা বলের দায়িত্ব নেন রব ওয়াল্টার।
ওয়াল্টারের কোচিং প্যানেলে ২০২৩ সালে ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন ডুমিনি। এবার সেই পথচলার ইতি টানলেন দলটির সাবেক বাঁহাতি ব্যাটার। তার অধীনে দল বেশ ভালোই করছিল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রোটিয়ারা সেমিফাইনাল খেলেছিল।
এ ছাড়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল তারা। যদিও ভারতের কাছে হেরে রানার্সআপে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
প্রোটিয়াদের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেও অবসর সময় কাটাতে পারছেন না ডুমিনি। গত সেপ্টেম্বরেই যে আইএল টি২০ লিগে যুক্ত হয়েছেন তিনি।
ফ্র্যাঞ্জাইজি লিগটির দল শারজাহ ওয়ারিয়র্সের প্রধান কোচ হয়েছেন ৪০ বছর বয়সী ব্যাটার। এ ছাড়া এসএ২০ লিগের দল পাল রয়েলসের প্রধান কোচের দায়িত্বেও আছেন তিনি। সঙ্গে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্লাব বোল্যান্ডের কোচও তিনি।
তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ১০ ডিসেম্বর, ডারবানে। টি-টোয়েন্টি শেষে পাকিস্তানের বিপক্ষে সমান ৩টি ওয়ানডে ম্যাচও খেলবে দক্ষিণ আফ্রিকা।