প্রচ্ছদ আইন আদালত দীপ্ত টিভির কর্মী হত্যায় বিএনপি নেতার হাত, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

দীপ্ত টিভির কর্মী হত্যায় বিএনপি নেতার হাত, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

অপরাধ: রাজধানীর রামপুরায় বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবির সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি মো. রুহুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মকর্তা তানজিল ইসলাম জাহান তামিমকে হত্যার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন ও বিএনপি নেতা এবং ডেভেলপার প্রতিষ্ঠান প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের মালিক শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় মামুনের ভূমিকা যে মুখ্য এটা প্রাথমিকভাবে প্রমাণিত। আর রবিউল হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তিন নম্বর আসামি।

তিনি বলেন,সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে আমরা কার কতটুকু সংশ্লিষ্টতা রয়েছে তা বের করবো। মামুন-রবিউলসহ অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে নিহতের পরিবার।

এদিকে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে হত্যাকাণ্ডের পরপরই চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। সবশেষ শুক্রবার (১১ অক্টোবর) ভোররাতে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. আব্দুল লতিফ (৪৬), মো. কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)। এরমধ্যে বাঁধনকে শুক্রবার ভোররাতে রাজধানীর মালিবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টের ডি-ব্লকের একটি নির্মাণাধীন ভবনের ৮ম তলার করিডোরে হত্যাকাণ্ডের শিকার দীপ্ত টিভির কর্মী তামিম। ওইদিন বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে জমির মালিক ও ডেভেলপার কোম্পানি ছাড়াও ভবনের আরও কয়েকজন মালিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

জানা যায়, মহানগর প্রজেক্টের ৭৯, ৮০, ৮১ হোন্ডিং এ ভবন নির্মাণের জন্য জমির মালিকপক্ষ প্লিজেন্ট প্রোপার্টিজ (প্রাঃ) লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি করে। ওই চুক্তি অনুযায়ী জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেয়া নিয়ে ডেভেলপার কোম্পানির সঙ্গে জমির মালিকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

সবশেষ বৃহস্পতিবার ডেভেলপার কোম্পানির লোকজন, জমির মালিক ও ভবনের অন্যান্য মালিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দীপ্ত টিভির কর্মী তানজিল জাহান ইসলাম তামিম (৩৩) গুরুতর আহত হন। পরবর্তীতে রাজধানীর মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করে।

সূত্র : bdnews24