প্রচ্ছদ খেলাধুলা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে শীর্ষ ৫ উইকেট শিকারি যারা

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে শীর্ষ ৫ উইকেট শিকারি যারা

খেলাধুলা: আর চার দিন পরই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫। প্রায় তিন সপ্তাহে ১৫ ম্যাচের ব্যাটে-বলের অ্যাকশনে বুঁদ হয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। গ্যালারি মাতাবেন দশর্করা। তবে যারা মাঠে বসে খেলা দেখার সুযোগ হারাবেন, তারা কোথায় ম্যাচ উপভোগ করবেন। এ বিষয়টি মাথায় নিয়ে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে এবারের আসর ৯টি ভাষায় এবং ১২টি দেশ ও ৮০টি অঞ্চল থেকে সরাসরি সম্প্রচারিত হবে টেলিভিশনে। পাশাপাশি প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মেও সম্প্রচারিত হবে। 

আট দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালে টানা জয় তুলে নিতে পারলেই চ্যাম্পিয়ন হয় বিশাল এই অঙ্ক অর্জন করা সম্ভব। বাংলাদেশ দল খেলবে গ্রুপ ‌‌‘এ’তে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। 

পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে নবম আসরের সবগুলো ম্যাচ। ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করবে পাকিস্তান।

চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বে টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই দুটি ম্যাচ হবে পাকিস্তানে। 

মাঠে গড়ানোর আগে দেখে নেব মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের সর্বোচ্চ ৫ উইকেট শিকারিদের-

  • ২৮ উইকেট নিয়ে উইকেট শিকারিদের মধ্যে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার কাইল মিলস। তিনি ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১৫ ম্যাচ থেকে এ উইকেট সংগ্রহ করেছেন। তার সেরা বোলিং ফিগার ৩০ রানে ৪ উইকেট। 
  • দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তিনি ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৬ ম্যাচ থেকে ২৫ উইকেট সংগ্রহ করেছেন। তার সেরা বোলিং ফিগার ৩৪ রানে ৪ উইকেট। 
  • তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক স্পিন কিংবদন্তি মুতিয়া মুরালিধরণ। তিনি ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত ১৭ ম্যাচ থেকে ২৪ উইকেট সংগ্রহ করেছেন। তার সেরা বোলিং ফিগার ১৫ রানে ৪ উইকেট। 
  • অস্ট্রেলিয়ার সাবেক পেস কিংবদন্তি ব্রেট লি আছেন চতুর্থ স্থানে। ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ১৬ ম্যাচ খেলে ২২ উইকেট সংগ্রহ করেছেন। তার সেরা বোলিং ফিগার ৩৮ রানে ৩ উইকেট। 
  • পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার আরেক সাবেক পেস কিংবদন্তি গ্ল্যান ম্যাকগ্রা। তিনি ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ১২ ম্যাচ থেকে ২১ উইকেট সংগ্রহ করেছেন। তার সেরা বোলিং ফিগার ৩৭ রানে ৫ উইকেট। 

শীর্ষ পাঁচের সকলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন। এবারের আসরে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে শীর্ষ ২০ এ রয়েছেন কেবল ভারতের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।