খেলাধুলা: বাংলাদেশের ক্রিকেট এখন ‘তামাশার’ নাম। একজন অধিনায়কত্ব করতে চান না, আরেকজন করতে প্রস্তুত। এদিকে সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেন একাধিক ক্রিকেটার। মাঠের বাইরের হাজারো সমস্যায় জর্জরিত ক্রিকেট বোর্ড কর্তাদের নতুন করে লজ্জা দিচ্ছেন ক্রিকেটাররা। এতে করে লজ্জিত হচ্ছেন দেশবাসী। তবে সেটা ক্রিকেটারদের কতটা ছুঁয়ে যাচ্ছে সে প্রশ্নের উত্তর খোঁজার আগেই সামনে এসেছে আরেক ইস্যু।
আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণার পর থেকে একের পর এক ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সবার মধ্যে মিল একটাই। কেউই সরাসরি কিছু বলেননি। ইমোজির মাধ্যমে তুলে ধরেছেন নিজেদের প্রতিক্রিয়া। আর সবাই জাতীয় দলের বাইরের ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকা সিরিজে দু’বার ফাইফার নেয়া তাইজুল নিজেকে বঞ্চিত মনে করেন সবসময়। শেষ ওয়ানডে সিরিজের দলে থাকলেও এবার জায়গা না পাওয়ায় তিনিও কষ্ট মিটিয়েছেন হাসি আর হাততালির ইমোজিতে। এমন স্ট্যাটাসকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন সমর্থকরা।
কোনোকিছু না করেও আফগান সিরিজের দলে সৌম্য সরকার। কেন নেই এনামুল বিজয় সে উত্তর খুঁজছেন এ ওপেনার। পরপর দু’দিন দিয়েছেন দুটি স্ট্যাটাস। প্রথমদিন সৃষ্টিকর্তার প্রতি অসীম বিশ্বাস আর পরদিন ক্যারিয়ারের ৪৫তম সেঞ্চুরির পর দিয়েছেন আরেক স্ট্যটাস। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন- ‘একটু পানি খাই’।
অন্যদিকে সোশ্যালে পোস্ট দেয়া থেকে বাদ যাননি সাব্বির রহমানও। ঘরোয়া ক্রিকেটে কিছু না করলেও তিনিও বানরের ইমোজিতে মুখ বন্ধের চিহ্ন এঁকেছেন। একই মুখ বন্ধ শেখ মেহেদীরও। জিপলক ঠোঁটের ইমোজিতে প্রকাশ করতে চেয়েছেন অব্যক্ত কথাগুলো। যা অনেকের মতে দলে সুযোগ না পাওয়ার হতাশা প্রকাশ করেছে। নিয়মিত স্ট্যাটাস দিয়ে মজার ছলে সমস্যা সমাধানের কথা বলেছিলেন নাজমুল শান্ত। চার ক্রিকেটার কী তবে অধিনায়কের কথা শুনেছেন।