প্রচ্ছদ খেলাধুলা এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করলো বাংলাদেশসহ যেসব দল

এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করলো বাংলাদেশসহ যেসব দল

২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্ব। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। একইসঙ্গে এটি ২০২৭ নারী বিশ্বকাপ এবং ২০২৮ অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হবে। তাই বাংলাদেশের মেয়েদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্জন।

বাংলাদেশ বাছাইপর্বে ‘সি’ গ্রুপে খেলেছে এবং তিনটি ম্যাচেই জয় পেয়েছে।

* বাহরাইনকে হারিয়েছে ৭-০ ব্যবধানে

* স্বাগতিক মিয়ানমারকে হারিয়েছে ২-১ গোলে

* তুর্কমেনিস্তানকে হারিয়েছে ৭-০ ব্যবধানে

এশিয়ান কাপের মূলপর্বে মোট ১২টি দল খেলবে। এর মধ্যে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া। এছাড়া ২০২২ সালের শীর্ষ তিন দল হিসেবে বাছাই না খেলেই জায়গা করে নিয়েছে চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপান।

বাছাইপর্ব থেকে যারা টিকিট পেয়েছে:

* বাংলাদেশ (গ্রুপ সি)

* ভারত (গ্রুপ বি, চার ম্যাচেই জয়)

* চীনা তাইপে (গ্রুপ ডি, শতভাগ সাফল্য)

* ভিয়েতনাম (গ্রুপ ই, শতভাগ সাফল্য)

* উজবেকিস্তান (গ্রুপ এফ, টাইব্রেকারে নেপালকে হারিয়ে)

* উত্তর কোরিয়া (গ্রুপ এইচ, শতভাগ জয়)

এখন পর্যন্ত ১১টি দল চূড়ান্ত হয়েছে। বাকি একটি দল উঠে আসবে গ্রুপ ‘এ’ থেকে। এই গ্রুপের খেলা ৭ জুলাই ভুটান–সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শুরু হবে এবং শেষ হবে ১৯ জুলাই। ওই গ্রুপে আরও রয়েছে ইরান, জর্ডান ও লেবানন।