ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।
তারা কালো পতাকা নিয়ে মিছিলে যোগ দিয়েছিলেন। প্রাথমিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।
আটক ৩ জনের কাছ থেকে জানা যায়, তারা মোহাম্মদপুর থেকে মোট ৫জন এসেছিলেন মিছিলের উদ্দেশ্যে। পাশাপাশি তারা নিজেদের ছাত্র হিসেবে দাবি করেন।
হাতে কালো পতাকা কেন জানতে চাইলে তারা বলেন, কালো পতাকায় কি সমস্যা আমরা জানি না। পতাকায় শুধুমাত্র কালিমা লেখা ছিল।
এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, আটক নয় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দাবি তারা এই মিছিলের কেউ নন এবং দলের কেউ তাদের চেনে না।
বিস্তারিত আসছে…
সুূুত্রঃ কালবেলা