প্রচ্ছদ খেলাধুলা আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

খেলাধুলা: বাংলাদেশ ক্রিকেট দল বুধবার (৬ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামতে প্রস্তুত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। তবে এখনো কোনো নির্দিষ্ট একাদশ নিয়ে নিশ্চিত তথ্য জানানো হয়নি।

শারজাহর ধীরগতির উইকেটে বাংলাদেশের জন্য পূর্ণাঙ্গ পেস আক্রমণ নিয়ে খেলতে নামা ঠিক সমুচীন হবে না। স্কোয়াডে থাকা পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ ভিসা সমস্যার কারণে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি, যা দলের পরিকল্পনায় প্রভাব ফেলেছে। ফলে বাংলাদেশকে দুই স্পিনারের কম্বিনেশন নিয়েই মাঠে নামতে হবে। মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের স্পিন জুটি নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও, এই ম্যাচে বিকল্প স্পিনার নেওয়ার সুযোগ নেই কোচ ফিল সিমন্সের। শারজাহতে বর্তমানে যে ১৩ জন খেলোয়াড় রয়েছেন, তাদের মধ্যে শুধু দুইজনই স্পিনার। তাই তিনজন পেসার নিয়ে ৫০ ওভারের বোলিং কোটা পূরণ করার পরিকল্পনা রয়েছে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম নিশ্চিতভাবেই শুরুর একাদশে থাকছেন বলে ধারণা করা হচ্ছে।

ব্যাটিং অর্ডারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সম্ভাব্য একাদশে আরও দেখা যেতে পারে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়কে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান