
অ্যাথলেটিক্সের অনুশীলন শিবির, জাতীয় ও আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং অ্যাথলেটিক্সের সব কার্যক্রম থেকে স্প্রিন্টার জহির রায়হানকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সূত্রে জানা গেছে, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার হিট থেকে বাদ পড়ার পর মিডিয়ায় ‘পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়া এবং গাঁটের পয়সা খরচ করে অনুশীলন করে এরচেয়ে ভালো ফল আশা করা যায় না’, বলেছিলেন। গত ৮ এপ্রিল তার এমন বক্তব্যের জন্য ব্যাখ্যা চেয়ে জহিরকে শোকজ নোটিশ দেওয়া হলেও উত্তর পায়নি ফেডারেশন।
এছাড়া বিশ্ব ইনডোর থেকে ফিরে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে থাকলেও ঈদুল ফিতরের পর আর ক্যাম্পে যোগ দেননি। কাউকে কিছু না বলে বিকেএসপিতে অনুশীলন শুরু করেন।
একে ক্যাম্পের শৃঙ্খলা ভঙ্গ হিসাবে অভিহিত করে জহিরকে শাস্তি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেই সঙ্গে শৃঙ্খলা রক্ষা করার জন্য তাকে কঠোরভাবে হুঁশিয়ার করে দেওয়া হয়।