প্রচ্ছদ জাতীয় পড়েছিলাম বিপদে বন্ধুর পরিচয়। সেটা পালটে গেছে। এখন এটা- বিপদে বাংলাদেশির পরিচয়।

পড়েছিলাম বিপদে বন্ধুর পরিচয়। সেটা পালটে গেছে। এখন এটা- বিপদে বাংলাদেশির পরিচয়।

জাতীয়:টানা বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বাঁধ খুলে দেওয়ার খবর থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে দেশটির সরকার বলছে, গোমতীর নদীর ওপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা হয়নি।

বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য জাতি-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এগিয়ে আসার জন্য ফেসবুকে বিভিন্ন পোস্ট শেয়ার করা হচ্ছে, তেমনি একটি পোস্ট অনলাইন পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো

বিপদে বন্ধুর পরিচয়।

বন্যা উপদ্রুত এলাকায় উদ্ধার করতে চট্টগ্রাম থেকে মানুষ ছুটে যাচ্ছে নৌকা স্পিডবোট নিয়ে…
ঢাকা থেকে সাহায্য নিয়ে ছুটে যাচ্ছে সাধারণ মানুষ ফেনী, কুমিল্লা, নোয়াখালি তে…
আজকে একদিনে টিএসসিতে ১৪ লাখ+ টাকা ত্রাণের জন্য উঠে গেছে…
বিভিন্ন কোম্পানীর কর্মচারীরা একদিনের বেতন দান করে দিচ্ছে…
ফাণ্ডের পর ফাণ্ড খোলা হচ্ছে বিভিন্ন এনজিও, অফিসে ত্রাণের জন্য….
মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তরাও যার যার সামর্থ্যে যা পারছে দিচ্ছে….
যাদের বাস আছে, ফ্রীতে বাস সার্ভিস দিচ্ছে, যাদের হেলিকপ্টার আছে, ফ্রীতে হেলিকপ্টার সার্ভিস দিচ্ছে…
সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষ নেমে পড়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালি, লক্ষ্মীপুরের অসহায় মানুষদের পাশে!

যারা ১৭ দিন আগেও জানত না তাদের ভাগ্যে কি আছে, যারা ১৭ দিন আগেও রাস্তায় নেমে এসেছিল স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটাতে, সেই তারাই আজ জাতীয় দুর্যোগে জাতির দুর্ভাগ্যকে পালটে দিতে দ্বিতীয়বারের মত নেমে গেছে কিছুর পরোয়া না করেই!

পড়েছিলাম ‘বিপদে বন্ধুর পরিচয়’। সেটা পালটে গেছে। এখন এটা ‘বিপদে বাংলাদেশীর পরিচয়’।
এটাই বাংলাদেশ। ❤️❤️