
আইসিসির আচরণবিধি ভঙের কারণে জরিমানার কবলে পড়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। লর্ডসে চলমান সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে ওপেনার বেন ডাকেটকে আউটের পর মাত্রাতিরিক্ত উদযাপন ও ধাক্কা দেওয়ার কারণে শাস্তি পেয়েছেন তিনি।
আইসিসির আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও সিরাজের নামের পাশে যুক্ত হয়েছে। গেল ২৪ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন এই ডান-হাতি পেসার।
তবে ২৪ মাসের মধ্যে চার বা তা বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার কবলে পড়বেন তিনি। ৪ ডিমেরিট পয়েন্ট হলেই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
যে কারণে কোড অব কন্ডাক্ট ভঙ্গ হবে, সে প্রসঙ্গে আইসিসির আচরণবিধির ২.৫ ধারায় বলা আছে, ‘যেকোনো ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা, যা ব্যাটারের প্রতি অবমাননাকর বা উত্তেজক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।’
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি সিরাজের।