
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার (৩ মার্চ) বোর্ড সভায় বসেছিল। সভায় ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়েও আলোচনা হয়। চুক্তিতে কে কে জায়গা পাচ্ছেন তাও অনেকটা চূড়ান্ত। সভায় ছিল সাকিব আল হাসানকে নিয়ে আলোচনাও।
দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সাকিব বেশ কিছুদিন ধরে লাল-সবুজের জার্সিটার সঙ্গে নেই। কিন্তু গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন তিনি। সেই চুক্তি সাপেক্ষে বিসিবি থেকে এখনো ৪৮ লাখ (ট্যাক্স বহির্ভূত) টাকা পাওনা তার। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব। যে কারণে ট্যাক্স বাদ দিয়ে গত বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তার পাওনা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ লাখ পর্যন্ত।
সাকিব আল হাসানের বেতনের ইস্যুতে বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ক্রিকবাজকে বলেন, ‘সাকিব চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবেন। কারণ আপনি খেলুন বা না-ই খেলুন চুক্তি করা আছে। আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।’