প্রচ্ছদ খেলাধুলা হৃদয়-জাকেরের ফিফটি, বাংলাদেশের দেড়শ

হৃদয়-জাকেরের ফিফটি, বাংলাদেশের দেড়শ

৩৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেছেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। এই দুজনে মিলে ষষ্ঠ উইকেট জুটিতে ইতোমধ্যেই অবিচ্ছিন্ন থেকে ১১৬ রান যোগ করেছেন। তাদের ব্যাটে ভর করেই দেড়শ ছুঁয়ে এগোচ্ছে দল।

ইতোমধ্যেই ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন দুজনেই। ৮৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন জাকের, আর হৃদয়ের খেলতে হয়েছে ৮৫ বল। দুজনেই শুরুতে বেশ ধীরগতির ব্যাটিং করেছেন। তবে থিতু হওয়ার পর গিয়ার পরিবর্তনের চেষ্টা করছেন।

৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫১ রান। ৬১ রান নিয়ে উইকেটে আছেন তাওহিদ হৃদয়। অপর অপরাজিত ব্যাটার জাকের আলির সংগ্রহ ৫৫ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় টাইগাররা। ইনফর্ম এই ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। মোহাম্মদ শামির করা ওভারের শেষ বলটি অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে ছিল। সেখানে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে টাইমিং করতে পারেননি। ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষক লোকেশ রাহুলের গ্লাভসে।