
করাচিতে গতকাল ব্যাট-বলের রোমাঞ্চই ছিল না, দুই দলের ক্রিকেটারদের মধ্যে হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়ও। যার ফল হিসেবে শাস্তি পেয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার।
শাস্তি পাওয়া পাকিস্তানের তিন ক্রিকেটার হচ্ছেন শাহীন শাহ আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম। দুটি ঘটনার শাস্তি পেয়েছেন এই তিন ক্রিকেটার।
সবচেয়ে বেশি শাস্তি পেয়েছেন বাঁহাতি পেসার শাহীন। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুনতে হবে তাকে। অনুচ্ছেদ ২.১২ কোড ভঙ্গ করার দায়ে এই শাস্তি দিয়েছে আইসিসি।
অন্যদিকে ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা গুনতে হবে সৌদ ও কামরানকে।
গতকাল নিজেদের রেকর্ড সর্বোচ্চ ৩৫৩ রানের লক্ষ্য তাড়া করে জয় পায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটের জয় পাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংসের সময় পাকিস্তানের তিন ক্রিকেটার বাগবিতণ্ডায় জড়ান। বোলিং ইনিংসের ২৮তম ওভারে শাহীন আফ্রিদি প্রতিপক্ষের ব্যাটার ম্যাথিউ ব্রিটজকের সিঙ্গেল রান নেওয়ার সময় বাধা দেন। এতে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে আম্পায়ার এসে সমঝোতা করেন।