ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নারী ফুটবল দলের অন্যতম সদস্য মাতসুশিমা সুমাইয়া। কয়েকদিনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিংয়ের শিকার হচ্ছেন তিনি। পাশাপাশি ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন বলেও উল্লেখ করেছেন এই ফুটবলার।
খোঁজ নিয়ে জানা গেছে, নারী ফুটবলারদের অনেককেই সহ্য করতে হচ্ছে কুরুচিপূর্ণ মন্তব্য। ব্যতিক্রম হয়নি সুমাইয়ার ক্ষেত্রেও। ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেছেন জাপানিজ ফুটবলার নামে পরিচিত সুমাইয়া।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে ফেসবুকে পোস্ট দেন সুমাইয়া। তিনি লেখেন, ‘আমি আমার বাবা-মায়ের সঙ্গে ফুটবল খেলার জন্য রীতিমতো যুদ্ধ করেছি এই বিশ্বাসে যে দেশ আমার পাশে থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন।’
তিনি লেখেন, ‘কেউই একজন খেলোয়াড়ের মানসিক স্বাস্থ্যের কথা সত্যিই চিন্তা করে না। আমিসহ সতীর্থরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেই সম্পর্কে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম সক্ষমতা আমার আছে।’
তিনি আরও লেখেন, ‘গত কয়েকদিন ধরে, আমি অসংখ্যবার মৃত্যু ও ধর্ষণের হুমকি পেয়েছি। কিছু কথা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা আমি কখনও কল্পনাও করিনি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সুমাইয়ার পোস্ট। অনেকেই তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, বাফুফেও জানানোর কথা বলেছেন তারা।