ওয়েস্ট ইন্ডিজের কাছে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে টাইগারদের সামনে সম্মান রক্ষার চ্যালেঞ্জ। এই ম্যাচে হারলে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার ও লিটন দাস। এই দুই ব্যাটারের মধ্যে একজনের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন পারভেজ হোসেন ইমন। এ ছাড়া ব্যাটিং অর্ডারের বাকি পজিশন গুলো অপরিবর্তিত থাকবে।
এই ম্যাচের একাদশ থেকে জায়গা হারাতে যাচ্ছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। টানা দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়েও ব্যাটে-বলে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। তাই শেষ ম্যাচে নাসুমের উপর ভরসা রাখতে পারে টাইগার ম্যানেজমেন্ট।
এদিকে তৃতীয় ম্যাচ দিয়ে একাদশে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছিলেন। তাসকিন ফিরলে কপাল পুড়তে পারে নাহিদ রানার। বলে গতি থাকলেও ক্যারিবিয়ানদের কঠিন পরীক্ষা নিতে পারেননি তিনি। তাই সম্মান রক্ষার ম্যাচে অভিজ্ঞ তাসকিনের উপর ভরসা রাখতে পারেন অধিনায়ক মিরাজ।
তৃতীয় ওয়ানতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।