প্রচ্ছদ খেলাধুলা সাকিবের অংশ নেওয়া টুর্নামেন্ট নিষিদ্ধ করল আইসিসি

সাকিবের অংশ নেওয়া টুর্নামেন্ট নিষিদ্ধ করল আইসিসি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) চলতি বছরের ৪ অক্টোবর এবারই প্রথমবার মাঠে গড়িয়েছিল। ক্রিকেট বিশ্বের নামকরা তারকারা খেলেছেন সেখানে। যুক্তরাষ্ট্রের এই টি-টেন লিগে লস অ্যাঞ্জেলস ওয়েবসের হয়ে খেলেছেন সাকিব আল হাসানও। তবে এই টুর্নামেন্ট চালুর দুই মাস পরই একে নিষিদ্ধ করেছে আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি) যুক্তরাষ্ট্রের এই টি টেন লিগকে নিষিদ্ধ করেছে নিয়ম ভঙ্গের কারণে। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেট লিগে একাদশে অন্তত সাত জন স্থানীয় অর্থাৎ সেই দেশের ক্রিকেটার রাখতে হবে।

কিন্তু যুক্তরাষ্ট্রের এনসিএল সেই নিয়মের কোনো তোয়াক্কা করেনি। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, একাধিক ম্যাচে একই দলে একসঙ্গে ৬ জনের বেশি বিদেশি ক্রিকেটারকে ফিল্ডিং করতে দেখা গেছে। আইসিসি এই বিষয়টিকে নিয়মের প্রতি অসম্মান হিসেবে চিহ্নিত করেছে।

শুধু নিয়ম ভঙ্গের অভিযোগই নয়, চলতি টি-টেন লিগে মাঠের কন্ডিশন নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। যেখানে পিচের বাজে অবস্থার কারণে পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ ও ইংল্যান্ডের পেসার টাইমাল মিলসকে স্পিন বল করতে বলা হয়েছে।

এই টুর্নামেন্টে শুধু এইসব অনিয়ম ছাড়াও আরও বিতর্ক রয়েছে। কয়েক জন ক্রিকেটারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ আছে। বৈধ ভিসা ছাড়া প্রবেশেরও অভিযোগ আছে।