খেলাধুলা: রিয়ালে সময়টা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। স্প্যানিশ ক্লাবটিতে ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না ফরাসি এই তারকা। এরই মধ্যে ফরাসি একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে নানা বিষয়ে কথা বলেছেন এমবাপ্পে। রিয়ালের হয়ে শেষ দুইটি পেনাল্টি মিস করে সমালোচনার মুখে পড়েছেন এমবাপ্পে। ক্যারিয়ারে প্রথমবার এমন ঘটনা ঘটালেন ফরাসি এই তারকা। চলতি বছর এমবাপ্পের পেনাল্টি মিস হয়েছে মোট চারটি। এক বছরে চারটি পেনাল্টি মিস করার ঘটনাও তার এটাই প্রথম। ধারাবাহিকতার অপেক্ষায় থাকা এমবাপ্পে সম্প্রতি এক ফরাসি টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি মাদ্রিদে কেমন আছেন এবং পিএসজিতে মেসির সঙ্গে সম্পর্কের কথাও জানিয়েছেন ফরাসি এই তারকা।
রিয়ালে কেমন আছেন তার উত্তরে এমবাপ্পে বলেন, ‘আমি খুব খুশি। এখন আমি বিশ্বের সেরা ক্লাবে খেলছি। এখানে আমি জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। বিদেশে এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি সুন্দর একটা দেশকে আবিষ্কারের মধ্যে আছি। এখানকার মানুষেরা ভালো, দেশটাও দারুণ।’ ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। যার কারণে মেসির উপর ক্ষুব্ধ ছিলেন বলে জানিয়েছেন এমবাপ্পে। তবে সময়ের সাথে সাথে সেই জড়তা কেটে গেছে এবং এমবাপ্পে এটাও বলেছেন, মেসির কাছে থেকে অনেক কিছু শিখেছেন তিনি।
এমবাপ্পে সেই সাক্ষাৎকারে বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি, তখনও ক্ষুব্ধ ছিলাম। আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম। কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে, কারণ মানুষটা মেসি। হাসিঠাট্টার মধ্য দিয়ে আমরা জড়তা কাটিয়েছি। আমি তার কাছ থেকে অনেক শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে। এমন মানুষের কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, “তুমি এটা কীভাবে করেছ, ওটা কীভাবে করেছ”?’