প্রচ্ছদ খেলাধুলা বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন, পরীক্ষা দিলেন সাকিব

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন, পরীক্ষা দিলেন সাকিব

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। অলরাউন্ডার হিসেবে তার কীর্তি ক্রিকেট ইতিহাসে স্মরণীয়। তবে ক্রীড়াঙ্গনের সাফল্যের পাশাপাশি তার ক্যারিয়ার বিতর্কেও জর্জরিত। সম্প্রতি নতুন একটি বিতর্ক যোগ হয়েছে তার নামের সঙ্গে বোলিং অ্যাকশনের সন্দেহ।

গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। সে ম্যাচে আম্পায়ারদের সন্দেহ হয় তার বোলিং অ্যাকশন নিয়ে। সাকিব দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেন। তবে এর পরই উঠে আসে তার বোলিং অ্যাকশনের প্রশ্ন। যে কারণে এবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব।

সোমবার (২ ডিসেম্বর) বার্মিংহ্যামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বিশেষজ্ঞদের সামনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। তিনি মোট চার ওভার বোলিং করেন। প্রথম তিন ওভার জোরে এবং শেষ ওভার কিছুটা গতি কমিয়ে।

আগামী সাত দিনের মধ্যে পরীক্ষার ফলাফল জানা যাবে। সাকিব আশাবাদী, তার বোলিংয়ে কোনো ত্রুটি ধরা পড়বে না।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১২ উইকেট শিকার করেছেন। তবে দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবার তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল।

বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেলে ইংল্যান্ডে যেকোনো লেভেলের ক্রিকেট খেলার জন্য আর কোনো বাধা থাকবে না সাকিবের। তবে এই ঘটনা তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।