সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থান আকষ্মিকভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এর সাথে অনেক দুঃসহ স্মৃতি জড়িত আছে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০টি আসনে জয়লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
শেখ হাসিনা ও তার অনুসারীরা এখনও তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যে আত্মত্যাগের বিনিময়ে আমরা তাকে দেশছাড়া করেছি সেই আত্নত্যাগ যাতে গুটি কয়েক কমিটিবাজের কারণে ম্লান হয়ে না যায়।
এ সময় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়ার দাবিও জানান রুমিন ফারহানা। তিনি বলেন, সংস্কারের প্রয়োজন আছে। তবে তা যদি নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে হয় সেটি সবচেয়ে বেশি নায্যতা পায় বলেও মন্তব্য করেন তিনি।
সুূত্রঃ যমুনা টিভি