
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ছিলেন না বাংলাদেশের অন্যতম পেসার নাহিদ রানা ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে নিয়ে ব্যাপক আলোচনা হলেও ম্যাচের দিন তাকে একাদশে না দেখে বিস্মিত হয়েছেন অনেকে।
ম্যাচ শুরুর পর বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমামের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, নাহিদের একাদশে না থাকার কারণ টিম কম্বিনেশন। তবে ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায়ও ইঙ্গিত ছিল যে তার খেলা অনিশ্চিত। বিপিএলে টানা খেলার ফলে শেষ দিকে নাহিদের বলের গতি কিছুটা কমে গিয়েছিল। তার ক্লান্তি নিয়ে প্রশ্ন উঠলেও চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ও গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা অনেককেই বিস্মিত করেছে।
অন্যদিকে দুবাইয়ে প্রথম অনুশীলনে ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সেই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় তাকে এই ম্যাচে দলে রাখা হয়নি বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। নাহিদা রানা না থাকলেও বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলেছে। একাদশে ছিলেন তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। যার অর্থ, এই তিনজনকে নাহিদার চেয়ে এগিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। তবে ম্যাচের আগে ভারতীয় শিবিরে নাহিদকে নিয়ে এত আলোচনা চললেও তাকে না খেলানো নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
প্রসঙ্গত, জাকের আলির ১৫৪ রানের পার্টনারশিপে ভারতের সামনে ২২৯ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ। তাওহিদ হৃদয় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এদিন। জবাবে ভারত রোহিত শর্মার ৪১, লোকেশ রাহুলের অপরাজিত ৪১ ও শুভমান গিলের অপরাজিত সেঞ্চুরিতে ৬ উইকেট ও ২১ বল বাকি থাকতেই দুর্দান্ত জয় তুলে নেয় ভারত।