জাতীয়:বাংলাদেশ সুপ্রিম কোর্টে এক আইনজীবীর ছুরিকাঘাতে আহত হয়েছেন ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম নামে আরেক আইনজীবী।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে আইনজীবী সমিতির শের-ই বাংলা একে ফজলুল হক ভবনের ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আবদুল কাইয়ুম নামে অপর এক আইনজীবী তাকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ আহত আইনজীবী আশরাফুল ইসলামের।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আমি আমার কক্ষে বসেছিলাম। এ অবস্থায় অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম হত্যার উদ্দেশে আমাকে ছুরিকাঘাত করেন। আমি এ হামলার বিচার চাই।’
এদিকে, হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রকাশ পেয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, হামলার পর আহত আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের মাথার বাম পাশ দিয়ে রক্ত ঝরছে।
ভিডিওতে আহত আইনজীবীকে বলতে শোনা যায়, ‘আমি আমার কক্ষে বসে ছিলাম। অ্যাডভোকেট কাউয়ুম নামে এক আইনজীবী হঠাৎ এসেই আমাকে বলে, তুই কোর্টে ডিস্টার্ব করস, তোকে ছাড়বো না। এরপর আমাকে ছুরিকাঘাতে আহত করা হয়।’
জানা গেছে, ছুরিকাঘাতে আহত আইনজীবী আশরাফুল ইসলাম টাঙ্গাইলের বাসিন্দা। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু জিততে পারেননি।