প্রচ্ছদ খেলাধুলা সিরিজ জয়ের লক্ষ্যে যেমন একাদশ নামাতে পারে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে যেমন একাদশ নামাতে পারে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ৯ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এবার সামনে আরও বড় চ্যালেঞ্জ, প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। জয় পেলেই ইতিহাস গড়ে সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।

সিরিজ জিততে পারলে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে টানা সিরিজ জিতেছিল টাইগাররা। এরপর আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ জয় এসেছে। তবে পাকিস্তানের বিপক্ষে এখনো সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ।

প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ আগের একাদশ নিয়েই মাঠে নামতে পারে। ইনজুরি বা বিশেষ কৌশলগত পরিবর্তনের প্রয়োজন না হলে উইনিং কম্বিনেশন ভাঙবে না দলটি। অন্যদিকে প্রথম ম্যাচে হেরে যাওয়া পাকিস্তান দলে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ঘুরে দাঁড়াতে আগ্রাসী ক্রিকেটই খেলতে চাইবে সালমানের নেতৃত্বাধীন দল।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য স্পষ্টভাবে এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ২৩ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছে বাংলাদেশ, বাকি ১৯ ম্যাচেই জয় পাকিস্তানের। তবে এবার পরিসংখ্যান নয় বাংলাদেশের চোখ এখন হাতছানি দেয়া নতুন ইতিহাস গড়ার দিকে। মিরপুরের ঘরের মাঠে এই সুযোগ কাজে লাগাতে মরিয়া লিটন, হৃদয়, মুস্তাফিজরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান সম্ভাব্য একাদশ : সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।