প্রচ্ছদ খেলাধুলা সিনেমা দেখছিলেন আইয়্যার, অতঃপর যা হলো

সিনেমা দেখছিলেন আইয়্যার, অতঃপর যা হলো

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয়ের পর এবার ওয়ানডে সিরিজে সফরকারীদের মুখোমুখি স্বাগতিকরা। গতকাল নাগপুরে ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ এক জয়ও পেয়েছে রোহিত শর্মার দল। আর এই জয়ের ৫৯ রানের আগ্রাসী ইনিংস খেলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শ্রেয়াস আইয়্যার।

তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলারই কথা ছিল না আইয়্যারের। ভারতের তারকা এই ব্যাটার লম্বা সময় ধরেই জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না। চলমান সিরিজের স্কোয়াডে থাকলেও গতকাল খেলার কথা ছিল না তাঁর।

প্রথম ওয়াণডেতে তিনি একাদশে থাকবেন না এমনটা ভেবে নিয়েই ম্যাচের আগের রাতে সিনেমা দেখছিলেন আইয়্যার। এমনকি বেশি রাত জেগে সিনেমা দেখার পরিকল্পনাও ছিল তার। তবে তার কপাল খুলে বিরাট কোহলি চোটে পড়ায়।

সে বিষয়ের বর্ণনা দিতে গিয়ে ম্যাচ শেষে আইয়্যার বলেন, ‘গল্পটা খুব মজার। আগের রাতে (পরশু) মুভি দেখছিলাম। ভেবেছিলাম আরও রাত জাগব। তবে অধিনায়কের থেকে ফোন পেয়েছিলাম। তখন বলা হয়েছিল, তুমি হয়তো খেলতে পার কারণ, বিরাটের হাঁটু ফুলে গেছে। তখন দ্রুত আমার রুমে গেলাম এবং ঘুমিয়ে পড়লাম।’

ভারতীয় এই ব্যাটার আরও বলেন, ‘আপনারা সবাই জানেন যে বিরাট দুর্ভাগ্যবশত চোটে পড়ল এবং সুযোগটা আমি পেলাম। তবে নিজেকে সব সময় প্রস্তুত রাখছিলাম। যেকোনো সময় খেলার প্রয়োজন হতে পারে। গত বছরের এশিয়া কাপে (২০২৩ এশিয়া কাপ) একই ঘটনা ঘটেছে আমার সঙ্গে। আমি চোটে পড়লাম এবং তিনি সেঞ্চুরি করেছেন।’