আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হত্যা মামলার আসামি হওয়ায় দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। তাই এবারের বিপিএল খেলা হচ্ছে না সাকিবের। তাকে ছাড়ায় মাঠে নামতে হয়েছে চিটাগংকে। তবে সাকিব ছাড়া বিপিএলকে লবণ ছাড়া তরকারির সঙ্গে তুলনা করছেন দর্শকরা।
শুক্রবার (৩ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে চিটাগং কিংস। এই ম্যাচের আগে মিরপুর স্টেডিয়ামের ৪ নাম্বার গেটের পাশের দেওয়ালে সাকিবকে নিয়ে লেখা দুটি পোস্টার লাগিয়েছে তার ভক্তরা।
যেখানে লেখা হয়েছে, ‘সাকিব তুমি এক বিজয়ের নাম, ভুলবে না এই দেশ তোমার অবদান’। আরেকটি পোস্টারে লেখা হয়েছে, ‘লবণ ছাড়া তরকারি আর সাকিব ছাড়া বিপিএল একই সমান’।
শুধু বিপিএল নয় দেশে আসতে না পারায় শঙ্কা রয়েছে তার চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে। এ ছাড়াও কিছু দিন আগেই তার বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠেছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে ভারতের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।
বিপিএল শুরু আগে সাকিবের না খেলতে পারা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন সাবেক বিসিবি পরিচালক ও কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, সাকিব বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার তার না থাকাটা দলের জন্য ক্ষতিকর। সে দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা।
সাকিবের ৭ মাসের রাজনৈতিক ক্যারিয়ারকে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের থেকে বড় করে দেখাকে হতাশার বলে মনে করছেন সুজন। তার ভাষ্য, সে রাজনীতিতে যুক্ত হয়েছে। কতটুকু অপরাধ করেছে জানি না। কিন্তু আমরা তার ৭ মাসের রাজনীতিকে ১৭ বছরের ক্যারিয়ারের থেকে বড় করে দেখা হচ্ছে, এটা হতাশার।