প্রচ্ছদ খেলাধুলা সাকিবের মতো কাণ্ড ঘটিয়ে শ্রীলঙ্কান স্পিনার নিষিদ্ধ

সাকিবের মতো কাণ্ড ঘটিয়ে শ্রীলঙ্কান স্পিনার নিষিদ্ধ

জুয়াড়ির থেকে পাওয়া ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় নিষেধাজ্ঞার শাস্তি পেলেন শ্রীলঙ্কান স্পিনার প্রবিন জয়াবিক্রমা। পাশাপাশি তার বিরুদ্ধে অন্য এক খেলোয়াড়কে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার তথ্য দিতে ব্যর্থ হওয়া এবং ফিক্সিং-বিষয়ক কথোপকথন মুছে ফেলার অভিযোগও ছিল। এসব কারণে তাকে এক বছর নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

জয়াবিক্রমার বিরুদ্ধে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ২০২১ আসরে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগ উঠেছিল। ওই আসরে তিনি জাফনা কিংসের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। গত আগস্টে জয়াবিক্রমার বিপক্ষে দুর্নীতির অভিযোগ আনে আইসিসির দুর্নীতি দমন বিভাগ। তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়।

মোহাম্মদ সালাহর রেকর্ডের রাতমোহাম্মদ সালাহর রেকর্ডের রাত
অভিযোগের জবাব দেওয়ার জন্য জয়াবিক্রমাকে ১৪ দিন সময় দিয়েছিল আইসিসি, যা শেষ হয় ২০ আগস্ট। শেষ পর্যন্ত এই স্পিনার দুর্নীতিবিরোধী ২.৪.৭ ধারা ভাঙার কথা স্বীকার করেছেন। ওই ধারায় বলা হয়েছে, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে দ্রুত সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র গোপন, টেম্পারিং ও ধ্বংস করা।

এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৬ বছর বয়সী জয়াবিক্রমাকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। অবশ্য ৬ মাসের সাজা স্থগিত রাখা হয়েছে। প্রায় একই ধরনের কাণ্ড ঘটিয়েছিলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব পেয়েও সেটা আইসিসিকে না জানানোয় ২০১৯ সালে তাকে দুই বছর (এক বছর স্থগিত) নিষিদ্ধ করেছিল আইসিসি।