প্রচ্ছদ খেলাধুলা সবচেয়ে কম বয়সে ড্যাডি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লো এক কিশোর

সবচেয়ে কম বয়সে ড্যাডি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লো এক কিশোর

মাত্র ১৭ বছর ২৯১ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫০ পেরুনো ইনিংস খেলেছিলেন ভারতের যশস্বী জয়সওয়াল। পেশাদার ক্রিকেটে এতোদিন সবচেয়ে কম বয়সী ড্যাডি সেঞ্চুরির রেকর্ড ছিল এটি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সেই রেকর্ড ভেঙে দিলো আরেক ভারতীয় তরুণ। বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের আয়ুশ মহাত্রে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড।

লিস্ট ‘এ’ ক্রিকেটে (৫০ ওভারের ম্যাচ) সবচেয়ে কম বয়সে ১৫০ বা তার বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন আয়ুশ মহাত্রে। নাগাল্যান্ডের বিপক্ষে ১১৭ বলে ১৮১ রান করেণে তিনি। যে ইনিংস খেলার সময় তার বয়স ছিল ১৭ বছর ১৬৮ দিন। ১১টি ছয় এবং ১৫টি চার দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংস।

আয়ুশের এই ইনিংসের সুবাদেই ভেঙেছে জয়সওয়ালের পাঁচ বছরের পুরনো বিশ্বরেকর্ড। ২০১৯ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়ার সময় তার বয়স ছিল ১৭ বছর ২৯১ দিন। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন রবিন উথাপ্পা। তিনি ১৯ বছর ৬৩ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছিলেন।

চলতি মওসুমেই মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে আয়ুষের। রঞ্জি ট্রফিতেও সাফল্য পেয়েছিলেন তিনি। ভাল খেলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও (টি-টোয়েন্টি)।