প্রচ্ছদ খেলাধুলা রাতে মাঠে নামছে মায়ামি, মেসির খেলা নিয়ে যা জানা গেল

রাতে মাঠে নামছে মায়ামি, মেসির খেলা নিয়ে যা জানা গেল

চলতি মৌসুমে দম ফেলার ফুরসত নেই লিওনেল মেসির। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ও মেজর লিগ সকার (এমএলএস) দুই প্রতিযোগিতায়ই টানা খেলে যাচ্ছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন তারকা। ধারণা করা হচ্ছিল এবার হয়তো একটু বিশ্রাম মিলবে তার। তবে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়ে দিলেন বিশ্রাম নয়, কলম্বাস ক্রুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও মাঠে দেখা যাবে মেসিকে।

শুক্রবার (১৮ এপ্রিল) অনুশীলনের পর সংবাদ সম্মেলনে মাশ্চেরানো বলেন, আমাদের লক্ষ্য হলো সেরা দলটি নিয়ে মাঠে নামা। এরপর দেখা যাবে কিছু পজিশনে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো যায় কি না। আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে ম্যাচটি খেলতে হবে। এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে আমরা চেষ্টা করছি খেলোয়াড়দের ওপর চাপ কিছুটা কমিয়ে আনতে, কারণ শেষ দুই মাস খুবই ব্যস্ত ছিল।

ইন্টার মায়ামি বর্তমানে এমএলএসের পূর্ব কনফারেন্সে রয়েছে চতুর্থ স্থানে। তিন পয়েন্টের ব্যবধানে ঠিক তাদের উপরে শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু। এই দু’দলই এখনো অপরাজিত, যা শনিবারের ম্যাচটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

মেসি চলতি মৌসুমে ইতোমধ্যেই কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে করেছেন ৫ গোল এবং এমএলএসে ৭ ম্যাচে করেছেন ৩ গোল। ফলে স্বাভাবিকভাবেই কলম্বাসের বিপক্ষে ম্যাচেও তাকে মাঠে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে, যদিও নিশ্চিত একাদশ জানানো হবে ম্যাচের আগ মুহূর্তে।

এদিকে, ক্লাব বিশ্বকাপ নিয়েও পরিকল্পনা করছেন মাশ্চেরানো। জুনে অনুষ্ঠেয় এই আসরকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে চাচ্ছেন তিনি। কোচ বলেন, আমি সবসময় নতুন খেলোয়াড়ের ব্যাপারে উন্মুক্ত। ট্রান্সফার উইন্ডো বন্ধ না হওয়া পর্যন্ত সবসময় কিছু হতে পারে। সব মিলিয়ে, শুধু পয়েন্টের জন্য নয় মেসির উপস্থিতি, দলে রোটেশনের সম্ভাবনা ও বিশ্বকাপের প্রস্তুতির প্রেক্ষাপট মিলিয়ে কলম্বাসের বিপক্ষে ম্যাচটি হতে চলেছে একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ।