
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২২১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও পরাজয়ে শঙ্কিত ছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় মুম্বাই। জয়ের জন্য শেষ দিকে ৪৮ বলে মুম্বাইকে করতে হতো ১২৩ রান।
এমন কঠিন সমীকরণ যখন সামনে তখন দলকে জয়ের বন্দরে পৌঁছাতে রীতিমতো তাণ্ডব চালান তীলক ভার্মা ও মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ১৩তম ওভারে দুই চার আর এক ছক্কায় ১৭ রান তুলে নেন তিলক ভার্মা। ১৪তম ওভার থেকে পান্ডিয়া ঝর শুরু। তিনি অস্ট্রেলিয়ান তারকা পেসার জশ হ্যাজলউডের করা ওভারে দুই চার আর দুই ছক্কায় ২২ রান আদায় করে নেন।
ঠিক পরের ওভারে নিজের আপন ভাই করোনাল পান্ডিয়ার করা ওভারে দুই ছক্কায় ১৯ রান তুলে নেন পার্দিক পান্ডিয়া। ১৩, ১৪ ও ১৫তম ওভারে সবমিলে ১৮ বলে ৪৯ রান সংগ্রহ করে জয়ের পথেই ছিল মুম্বাই। শেষ ৩০ বলে মুম্বাইয়ের প্রয়োজন ছিল মাত্র ৬৫ রান। ১৬তম ওভারে ১৩ রান খরচ করেন ভুবনেশ্বর কুমার। ১৭তম ওভারে ১১ রান দেন ইয়েশ দুল। ১৮তম ওভারে ১৩ রান খরচ করলেও ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২৯ বলে ৫৬ রান করা তিলক ভার্মাকে তুলে নেন তিনি ভুবনেশ্বর কুমার।
জয়ের জন্য শেষ ১২ বলে মুম্বাইয়ের প্রয়োজন ছিল ২৮ রান। মাত্র ১৪ বলে তিন চার আর চার ছক্কায় ৪২ রান করে ক্রিজে অপরাজিত থাকা হার্দিক পান্ডিয়ার ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল মুম্বাই। কিন্তু ১৯তম ওভারে জশ হ্যাজলউডের করা প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন পান্ডিয়া। তার বিদায়ে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় মুম্বাইয়ের।
এরপর ১১ বলে ৩ উইকেট হারিয়ে ১৫ রানে বেশি করতে পারেনি মুম্বাই। ১২ রানে জয় পায় বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
জয় পেলেও এই ম্যাচে সতীর্থ ফিল্ডারদের ক্যাচ মিসে মেজাজ হারান বিরাট কোহলি। ১১.২ ওভারে বোলার যশ দয়াল এবং উইকেটরক্ষক জিতেশ শর্মা দুইজনে মিলে একসঙ্গে ক্যাচ ধরার চেষ্টা করেন। আর তাতেই ঘটে বিপত্তি। দুইজন মুখোমুখি ধাক্কা খেয়ে ক্যাচ মিস করেন। ফলে জীবন পান মুম্বাইয়ের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তারকা ব্যাটসম্যানের ক্যাচ ফেলে দেওয়ায় মেজাজ হারিয়ে ক্ষিপ্ত হয়ে নিজের মাথার ক্যাপ খুলে আছড়ে মারেন কোহলি। তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
কোহলির এই কাণ্ড দেখে কিছু ভক্ত সেই ভিডিওর সঙ্গে রাহুল দ্রাবিড়ের তুলনা করেছেন, তিনি ২০১৪ সালে রাজস্থান রয়েলসের কোচ থাকাকালীন তার ক্যাপটিও এভাবেই ছুঁড়ে ফেলেছিলেন। সেই আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১৪.৪ ওভারে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় রাজস্থান রয়েলস।