প্রচ্ছদ আইন আদালত ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

অপরাধ: যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় যশোর জেলা ছাত্রলীগের সেক্রেটারি তানজীব নওশাদ পল্লবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়।

পল্লব যশোর জেলা পরিষদের ক্ষমতাচ্যুত চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন যে, তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, ‘আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকেন। পরে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে নিজের পরিচয় স্বীকার করেন। এ সময় তাকে আটক করা হয়।’