প্রচ্ছদ সারাদেশ বিয়ের ৪ মাসের মাথায় যুবকের মর্মান্তিক মৃত্যু , যা জানালো বাকরুদ্ধ নববধূর...

বিয়ের ৪ মাসের মাথায় যুবকের মর্মান্তিক মৃত্যু , যা জানালো বাকরুদ্ধ নববধূর পরিবার

দেশজুড়ে: নড়াইলের লোহাগড়ায় নববধূ স্ত্রীকে রেখে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজু আহমেদ (২৮) নামে সড়ক ও জনপদ বিভাগের এক সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষীপাশা ইউপি সদস্য মো. কামাল হোসেন।

নিহত রাজু আহমেদ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া (মধ্যপাড়া) গ্রামের সাকায়েত হোসেনের ছেলে। তিনি নড়াইলে সড়ক ও জনপদ বিভাগে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, রাজু আহমেদ ৩ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথমে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান।

স্বজনরা আরও জানায়, মৃত্যুর ৪ মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এদিকে, স্বামীর অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নববধূ।

সূত্র : চ্যানেল২৪