প্রচ্ছদ খেলাধুলা বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ায় যা বললেন মাশরাফি

বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ায় যা বললেন মাশরাফি

কোটা সংস্কার আন্দোলনের সময় মুখে কুলুপ এঁটেছিলেন মাশরাফি বিন মুর্তজা। সে আন্দোলন থেকে যখন তার দল আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবি উঠল, তখনও কিছু বলেননি তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। নড়াইল থেকে আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য মাশরাফির বাড়ি জনতার ক্ষোভের আগুনে পুড়েছে।

তবে বাড়িতে আগুন লাগায় কোনো ক্ষোভ নেই মাশরাফির। আজ বুধবার এক অনলাইন পোর্টালের সঙ্গে আলাপে মাশরাফি মুখ খুলেছেন। নিজের বাড়িতে আগুন লাগায় কষ্ট পেয়েছেন জানিয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেন, ‘নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য। এখন শেষ। অনেকেই বলেছেন মামলা করতে, ব্যবস্থা নিতে। ছবি-ভিডিও সবই আছে অনেকের কাছে। তবে আমি বলেছি, এসব করব না। আমার বাবাকেও বলে দিয়েছি। এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক, কারও কাছেই বিচাই চাইব না। কোনো অভিযোগ নেই।’

নিজের জেলার মানুষের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে চান না মাশরাফি, ‘খুলনা-যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি। নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না। নিজের ভাগ্য মেনে নিয়েছি।’

এই ঘটনাকে নিজের ‘কর্মফল’ হিসেবে দেখছেন জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি। কষ্ট আছে অবশ্যই, তবে রাগ-ক্ষোভ নেই কারও প্রতি। আমার প্রতি এখনো কারও ক্ষোভ থাকলে, আমি ক্ষমাপ্রার্থী।’