প্রচ্ছদ সারাদেশ বন্যা নিয়ে ছাত্র লীগের যত গুজব দেখে নিন একনজরে

বন্যা নিয়ে ছাত্র লীগের যত গুজব দেখে নিন একনজরে

সারাদেশ: বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবরের বিষয়টি বেশ আলোচিত। এ ভুয়া খবরকে অনেকে নামকরণ করেছেন ‘গুজব’ হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত বেশ কিছু ভুয়া খবর বিশ্লেষণ করে দেখা গেছে, সমাজের বিভিন্ন স্তরের এবং বিভিন্ন পেশার মানুষ এর সাথে সম্পৃক্ত আছে। তবে এ লেখায় এমন কয়েকটি ভুয়া খবরের দিকে আলোকপাত করবো যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এসব ভুয়া খবর ছড়ানোর পেছনে ভূমিকা রেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা। মানুষের এই বিপদকালীন সময়কে পূজি করে গু-জ-ব ছড়াচ্ছে লীগ!

বন্যায় ছাত্রদলের খিচুড়ি বিতরণের ভিডিও ছড়ানো হচ্ছে ছাত্রলীগের খিচুড়ি দাবিতে।

ঢাবির অমর একুশে হলের সাধারণ শিক্ষার্থীদের ত্রাণের ছবি প্রচার করা হচ্ছে ছাত্রলীগের ত্রাণ দাবিতে।

ছাত্রশিবিরের বেড়িবাঁধ সংস্কার কাজের ছবিও এবার নিজেদের বলে প্রচার করছে ছাত্রলীগ।

ত্রাণ বিতরণের পুরোনো ছবি নতুন করে প্রচার করা হচ্ছে ফেনীতে ছাত্রলীগের সাম্প্রতিক ত্রাণ বিতরণ দাবিতে।

বন্যায় উদ্ধার কাজে সাহায্য করতে গিয়ে ৩ ছাত্রলীগ কর্মী নিহ*ত দাবিতে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া।

প্রচেষ্টা ফাউন্ডেশনের খাবার প্রস্তুতের ছবিকেও চালিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগের ত্রাণ বলে।

স্পিড বোট নিয়ে বন্যার্তদের সহযোগিতা করতে যাওয়া তরুণ উদ্যোক্তাদের ছাত্রলীগ কর্মী বলে প্রচার করা হচ্ছে।