বিপিএলে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স করেছেন খুশদিল শাহ। রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতানো খুশদিলের মতোই টুর্নামেন্টে ছন্দে ছিলেন ফাহিম আশরাফ। ফরচুন বরিশালের হয়ে খেলেছেন এই পেসার। দুর্দান্ত পারফম্যান্সের পুরস্কার হিসেবে তাই পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে ডাক পেয়েছেন দুজনে।
তবে খুশদিল-ফাহিমের জাতীয় দলে সুযোগ পাওয়াটা মানতে পারছেন না ওয়াসিম আকরাম। পাকিস্তানি কিংবদন্তির মতে, দুজনের সুযোগ পাওয়াটা অপ্রত্যাশিত। ৫৮ বছর বয়সী সাবেক পেসার বলেছেন, ‘যে দল ঘোষণা করা হয়েছে ভালোভাবে দেখিনি আমি। তবে দুই একজনে চোট আটকে গেছে।
ফাহিম আশরাফকে নেওয়া হয়েছে। সে প্রতিভাবান ক্রিকেটার। তাকে শুভকামনা জানাই। কিন্তু সর্বশেষ ২০ ম্যাচে তার বোলিং গড় ১০০ এবং ব্যাটিং গড় ৯।
শুধু সে–ই নয়, খুশদিল শাহও অপ্রত্যাশিতভাবে সুযোগ পেয়েছে।’
আন্তর্জাতিক ম্যাচে ভালো না হলেও বিপিএলে দারুণ পারফরম্যান্স করেছেন খুশদিল-ফাহিম। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন ফাহিম। সঙ্গে ব্যাট হাতে ৫ ইনিংসে করেছেন ১০২ রান। অন্যদিকে ১০ ম্যাচে ২৯৮ রান করেছেন খুশদিল।
আর বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। স্পিনার কম নেওয়াতেই ক্ষুব্ধ হয়েছেন আকরাম। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে শুধু আবরার আহমেদকেই নিয়েছে পাকিস্তান। ভারতের দল নির্বাচনের তুলনা টেনে সাবেক বাঁহাতি পেসার বলেছেন, ‘বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আমরা একজনকে নিয়েছি। যেখানে ভারতের দলে স্পিনারের সংখ্যা তিন-চারজন। নিশ্চয়ই এত স্পিনার নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।’
দল নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করলেও পাকিস্তান সেমিফাইনাল খেলবে এমনটা মনে করেন আকরাম। তিনি বলেছেন, ‘যাই হোক দল নির্বাচন হয়ে গেছে। আমি পাকিস্তান দলকে শুভেচ্ছা জানাচ্ছি। আয়োজক হওয়ায় কিছুটা চাপ থাকবে। আশা করছি সেমিফাইনালে খেলবে।’