প্রচ্ছদ খেলাধুলা তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় জিডি

তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় জিডি

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে মিরপুর এক নম্বরে নিয়ে যান তাসকিন। সেখানে তাকে কিল-ঘুষি মেরে জখম ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর রাতেই মিরপুর মডেল থানায় অভিযোগ করেন সৌরভ।

এ বিষয়ে জানতে চাওয়া হলে থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে মিরপুর থানার একটি জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

থানা সূত্র আরো জানিয়েছে, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের হয়ে খেলেছেন।