
ঈদের ছুটি শেষে আগামী রোববার থেকে ক্রীড়াঙ্গনের ব্যস্ততা শুরু হচ্ছে। এদিন থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ড।
রমজানে খেলা চলাকালে মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল অসুস্থ হয়ে কার্যত ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। যে কারণে আলোচনায় তামিমের স্থলাভিষিক্ত হিসেবে অধিনায়কত্ব পাবেন কে। নতুন করে তারকা ঠাসা দল মোহামেডানের নেতৃত্বে কে আসবেন তা নিয়েই চলছে আলোচনা।
মেহেদী হাসান মিরাজ কয়েকদিন পরই যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। যে কারণে মোহামেডানের অধিনায়কত্ব পেতে পারেন তাওহীদ হৃদয়। দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনও তেমনটি ইঙ্গিত দিয়েছেন আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে।
অধিনায়ক প্রসঙ্গে শিপন বলছিলেন, ‘আগামীকালকে (শনিবার) অফিসিয়াল অনুশীলন শুরু। তারপরে জানতে পারব আসলে কে হবে। এখন পর্যন্ত তাওহীদ হৃদয়ের ভালো সুযোগ রয়েছে। দুই একটি ম্যাচ সে কন্ট্রোল করেছে তামিম যখন বাইরে ছিল তখন। পসিবিলিটি বেশি তবে সেটা টিম ম্যানেজমেন্ট দেখবে বা সেটা ক্লাব দেখবে।’
‘এইবার একটা লিগ হচ্ছে যেটা খেলা ইম্পরট্যান্ট সবাই বলছে। প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। একটা খেলা হেরে গেলে অনেক পিছিয়ে যেতে হবে। তো আমরা চাচ্ছি প্রতিটা ম্যাচ জিতে সুপার লিগ ধরে রাখতে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কোনো অপশন নেই। একটা ম্যাচ হেরে গেলে আমরা অনেক পিছিয়ে যাব।’