
ভারতীয় ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল ও মডেল অভিনেত্রী ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদের সংবাদটা বেশ পুরোনো। নতুন করে আরজে মাহভাশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন চাহাল। প্রায়শই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সে সব ছবি শেয়ারও করছেন। যাতে এই দুজনের প্রেমের গুঞ্জন আরও জোরাল হচ্ছে। বলা হচ্ছে খুব শিগগিরই হয়তো বিয়ের পিড়িতেও বসবেন দুজন। তবে এবার জানা গেল ভিন্ন কথা। মাহাভাশের দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে আভাস মিলছে বিচ্ছেদেরও। তবে কি বিয়ের আগেই ঘর ভাঙছে চাহালের?
গত ১৩ এপ্রিল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন মাহভাশ। যেখানে তিনি তার অনুরাগীদের দিয়েছেন নানা উপদেশ। সেই উপদেশের মধ্যে রয়েছে কীভাবে আত্মীয়, ফেক বন্ধু, ক্রাশদের এড়িয়ে চলা যায় বা যেতে পারে। যা নিয়েই এখন ফের গুঞ্জন শুরু হয়েছে। তবে কি বিচ্ছেদ হতে চলেছে চাহাল-মাহভাশের। ইনস্টাগ্রাম পোস্টে মাহভাশ লেখেন, ‘অনেকে মেসেজ করে আমার থেকে উপদেশ চান। আমি জীবনের বিষয়ে জানি না, কিন্তু এই জিনিসগুলো আত্মীয়, ফেক বন্ধু এবং ক্রাশদের সঙ্গে করতে পারেন।’ তারপর আরজে লেখেন, ‘জীবনকে কম বেদনাদায়ক বানাতে চান? তাহলে যে মানুষগুলো আপনার পাশে থাকেন না, আপনার জন্য থাকেন না তাদের জন্য আপনিও আর থাকবেন না। ওরা আপনার ফোন ধরেন না যখন তখন তাদের ফোন বা মেসেজ করে জিজ্ঞেস করবেন না যে কেন রিপ্লাই দেননি। আর উত্তর দেবেন না মেসেজ করলেও। ওরা যদি ব্যস্ত থাকে আপনিও তাদের জন্য ব্যস্ত থাকুন।’
একই সঙ্গে তিনি এদিন নিজের জন্য সময় বের করে নিজেকে ভালোবাসার বুদ্ধি দিয়েছেন। যা আইপিএলে ব্যস্ত সময় পার করা চাহালের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে বাড়তি হাওয়া দিচ্ছে। তাছাড়া সম্প্রতি চাহালের সঙ্গে প্রেমের প্রশ্নেও নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন মাহভাশ। বলেন, ‘আমি ভীষণ রকম সিঙ্গেল। আমি আজকালকার যুগের বিয়ের ব্যাপারটা ঠিক বুঝতে পারি না। আমি কোনও সময় কাটানোর জন্য প্রেম করতে চাই না। আমি যার সঙ্গে প্রেম করব তাকেই বিয়ে করব। আমি ধুম ছবির সেই মানুষটার মতো যে নিজের স্ত্রী এবং সন্তানকে দেখতে পায় বাইকের পিছনে।’