প্রচ্ছদ খেলাধুলা জীবিত ফুটবলারকে মৃত ভেবে নীরবতা পালন, অতঃপর…

জীবিত ফুটবলারকে মৃত ভেবে নীরবতা পালন, অতঃপর…

ফুটবল মাঠে প্রায়ই দেখা যায় ব্যতিক্রমী সব ঘটনা। তবে এবার যা ঘটেছে, তা যেন বিস্ময়করই বটে। জীবিত একজন সাবেক খেলোয়াড়কে মৃত ভেবে এক মিনিট নীরবতা পালন করেছে বুলগেরিয়ার শীর্ষস্তরের ক্লাব আরদা কারজালির ফুটবলাররা। ম্যাচ চলাকালেই জানা গেছে, সেই ফুটবলারের মৃত্যু হয়নি। পরে অনাকাঙ্খিত এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ক্লাবটি।

বুলগেরিয়ান লিগে গত রোববার (১৬ মার্চ) লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচের আগে সাবেক ফুটবলার পেতকো গানচেভের মৃত্যুতে শোক জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন আরদা কারজালির খেলোয়াড় ও কর্মকর্তারা। প্রতিপক্ষ দল লেভস্কির খেলোয়াড়রাও এতে অংশ নেন। এরপর শুরু হয় ম্যাচ। তবে ম্যাচ চলাকালীনই ঘটে নাটকীয় ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে পেতকো গানচেভ নিজেই জানান, তিনি সুস্থ ও জীবিত রয়েছেন! এতেই চমকে ওঠে ফুটবল মহল।

ঘটনার পরপরই বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করে আরদা কারজালি। ক্লাবটি জানায়, ‘আরদা কারজালির ম্যানেজমেন্ট আমাদের সাবেক আরদা ফুটবলার পেতকো গানশেভ,

তার পরিবার ও আত্মীয়দের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করে জানাচ্ছে যে, আমরা তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য জেনেছিলাম। আমরা আশা করবো, পেতকো আরও অনেক বছর সুন্দর ও ভালো স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবেন এবং আরদার সাফল্য উপভোগ করবেন।’ আরদার এই বিব্রতকর ভুলের দিনে অবশ্য ম্যাচের ফল কোনো দলই নিজেদের পক্ষে নিতে পারেনি। লেভস্কির বিপক্ষে ম্যাচটা তারা ড্র করেছে ১-১ গোলে।