
খেলাধুলা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সফরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সেই লক্ষ্যে শান্তকে অধিনায়ক ঘোষণা করে দলও ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে বাংলাদেশের একাংশ ওয়েস্ট ইন্ডিজের পথে রয়েছে।
কিন্ত শারজাহ অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান তিনি। যার ফলে তিনি আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়েন। শেষ পর্যন্ত তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই বাদ পড়ে যান। সোমবার (১১ নভেম্বর) তৃতীয় ওয়ানডে চলাকালে তার ছিটকে যাওয়ার বিষয়ে নিশ্চিত করে বিসিবি। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিস চৌধুরী বলেন, গত রোববার শারজায় শান্তর এমআরআই করা হয়েছে। আমরা টিম ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি, যা তার বাম কুঁচকিতে গ্রেড টু স্ট্রেন নিশ্চিত করেছে। এর জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন।তিনি আরও বলেন, শান্ত আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও দলের বাইরে থাকবেন। আমরা দুই সপ্তাহ পর তার অবস্থা পুনর্বিবেচনা করব। তিনি তার পুনর্বাসন চালিয়ে যেতে সংযুক্ত আরব-আমিরাত থেকে দেশে ফিরে আসবেন।
এদিকে শান্ত ছিটকে যাওয়ায় কে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। এমন একটি বিষয় ছিল অজানা। অবশেষে বিসিবি জানিয়েছে শান্তর জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছেন সাহাদাত হোসেন দিপু। জাতীয় লিগে গতকাল ১১৬ রানের ইনিংস খেলেছেন চট্টগ্রামের এ ব্যাটার। পাকিস্তান সফরে দলে ছিলেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকায় দিপুই টেস্ট দলের ১৫তম সদস্য হবেন। এদিকে দিপুকে দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের পাঠানোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। যাতে অন্তত প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেন তিনি। প্রসঙ্গত, দিপু বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ৪টি টেস্ট ম্যাচ খেলে ১১৮ রান সংগ্রহ করেছেন। ২০২৩ সালের ২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় দিপুর। চলতি বছরের ৩০ মার্চ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন শেষ ম্যাচ।