ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্ট চলাকালীন সময়েই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ। ১৫ সদস্যের এই দলের নেতৃত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে এখনো খেলার জন্য প্রস্তুত হতে পারেননি নাজমুল হোসেন শান্ত। দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব।
এই সিরিজ ঘিরে সবার আগ্রহের কেন্দ্রে ছিল- সাকিব আল হাসান খেলবেন কিনা। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গতকালই জানিয়ে দেন, সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় নেই। চোটের কারণে মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় এই সিরিজে খেলতে পারছেন না। আফিফ সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ওয়ানডে দলের বেশিরভাগ খেলোয়াড় এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই অবস্থান করছেন। কেউ খেলছেন টেস্ট সিরিজে আবার কেউ কেউ ঘরোয়া লিগে। এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং নাসুম আহমেদ আজ সোমবার সন্ধ্যায় দেশ ছাড়ছেন। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ১০ ও ১২ ডিসেম্বর।
বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মোঃ মাহমুদুল্লাহ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।