
রেকর্ড আর ক্রিশ্চিয়ানো রোনালদো যেনও এক সুতোয় গাঁথা। মাঠে খেলতে নামলে রোনালদো রেকর্ডের দেখা পাবেন না তা হবার নয়। একটু একটু করে বিশ্বরেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন এই পর্তুগিজ মহাতারকা।
এবার বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে ১ হাজার গোলের মাইলফলক থেকে ৬৯ কদম দূরে রয়েছেন তিনি। অর্থাৎ, আর মাত্র ৬৯টি গোল করতে পারলেই সব প্রতিযোগিতা মিলিয়ে ১ হাজার গোলের মালিক হয়ে যাবেন রোনালদো। এবার বিশ্বরেকর্ড নিয়ে মুখ খুললেন তিনি। রোনালদোর ভাষ্য, আপাতত এক হাজার গোলের কথা ভাবছি না। মাঠে নেমে ফুটবল উপভোগ করতে চাই। আমি এই মুহূর্তটা উপভোগ করছি। এক হাজার গোলের পেছনে দৌড়াচ্ছি না। যদি সেটা হয় তো ভালো। যদি না হয়, তা হলেও কোনো দুঃখ নেই। আমি বর্তমানে বাঁচি। ভবিষ্যতে কী হবে তা পরে দেখা যাবে।
নিজের গোল করার থেকে দলের জয়ে বেশি আনন্দ পান ক্রিশ্চিয়ানো। মৌসুমের বাকি সময়টাও এ ভাবেই খেলতে চান তিনি। রোনালদো বলেন, আমি জোড়া গোল করে খুশি। তবে তার থেকেও বেশি খুশি দল জয় পাওয়ায়। আমরা ডার্বি জিতেছি। খুব ভালো ফুটবল খেলেছি। আর মাত্র ৯টি ম্যাচ বাকি আছে। লিগ জেতার এখনও সুযোগ রয়েছে।আমরা সেই লক্ষ্যেই খেলব।
রোনালদো ৯০০ গোলের দেখা পেয়েছিলেন ২০২৪ সালের অক্টোবর মাসে। সেই সময় পর্তুগিজ তারকা জানিয়েছিলেন, এক হাজার গোল এখন একটা দায়বদ্ধতায় পরিণত হয়েছে। ৯০০ গোল হওয়ার পর সবাই এখন এক হাজার গোল দেখতে চাইছে। এটা আমার কাছে একটা দায়বদ্ধতায় পরিণত হয়েছে। আমার পা আমাকে কত দিন সঙ্গ দেবে তা আমি জানি না। তবে চেষ্টা করব এক হাজার গোল করার। চলতি মৌসুমে রোনালদো যেভাবে খেলেছেন আর দুটি মৌসুম এ ভাবে খেলতে পারলেই এক হাজার গোলের মালিক হয়ে যাবেন তিনি। তবে এখন এসব রেকর্ড নিয়ে ভাবছেন না রোনালদো। শুধু মাঠে নেমে খেলাটা উপভোগ করতে চাইছেন সিআরসেভেন।