প্রচ্ছদ খেলাধুলা আল্লাহ দয়া করে রক্ষা করুন, তাদেরকে বিজয়ী বানান

আল্লাহ দয়া করে রক্ষা করুন, তাদেরকে বিজয়ী বানান

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল। প্রতিদিন লম্বা হচ্ছে লাশের মিছিল। যাদের অধিকাংশই শিশু ও নারী। বর্বর ইসরায়েলের এই চরম মানবতাবিরধী কর্মকাণ্ডের প্রতিবাদে সধারণ মানুষ প্রতিবাদ জানালেও বিশ্বনেতৃত্ব নিশ্চুপ। যেন এই ধংসযজ্ঞে তারা মৌন সমর্থনই দিচ্ছেন। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে সৃষ্টিকর্তার সাহায্য চাইলেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

রোববার (৬ এপ্রিল) রাতে ফেসবুক পোস্টে রিয়াদ লিখেছেন, ‘আল্লাহ, সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। ইয়া কারিম, ইয়া রাহমানুর রহিম দয়া করে সাহায্য করুন। আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে রক্ষা করুন। দয়া করে রক্ষা করুন এবং তাদেরকে (ফিলিস্তিনিদের) বিজয়ী বানান। আমিন। এরকমটা (ইসরাইলের আগ্রাসন) সহ্য করা যায় না। দয়া করে আল্লাহ তাদের বাঁচান।’

এদিকে, গাজাবাসীর কষ্টে মন কাঁদছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাহিদ রানারও। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। আজ (৬ এপ্রিল) জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের ফুটবল টুর্নামেন্ট শেষে গাজার বর্বরোচিত হত্যাযজ্ঞ নিয়ে কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘আজ যখন আমরা এখানে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি, তখন আমাদের পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে। গতকাল গাজায় ইসরাইলি বাহিনী বর্বর হামলা চালিয়েছে। আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উড়ছে বোমার আঘাতে।’