
এস্তাদিও মনুমেন্তালে নামার আগে ব্রাজিলিয়ান ফুটবলারদের কথার দাপট দেখা গেলেও খেলা শুরুর পর পুরো নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। ৪-১ গোলের বড় জয়ে শুধু মাঠেই নয়, কথার লড়াইয়েও ব্রাজিলকে পেছনে ফেলেছে আলবিসেলেস্তেরা। সুযোগ পেলেই ব্রাজিলিয়ান ফুটবলারদের উদ্দেশে তীর্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।
ম্যাচের আগে থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। তিনি বলেছিলেন, আমরা আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেব।
তবে মাঠের লড়াইয়ে পুরো ভিন্ন চিত্র দেখা গেছে। ম্যাচের ৩৮তম মিনিটে নিকোলাস তালিয়াফিকোর ফাউলের শিকার হন রাফিনিয়া। রাগের মাথায় তিনি তালিয়াফিকোকে ধাক্কা দিয়ে ফেলে দেন। সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার রাফিনিয়ার দিকে তেড়ে যান, যেখানে ওতামেন্দি তাকে ‘কম কথা বলতে’ বলেন।
এই উত্তপ্ত পরিস্থিতিতে আরেকটি কথার লড়াই বাঁধে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো এবং আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের মধ্যে। রদ্রিগো সরাসরি পারেদেসকে বলেন, ‘তুমি খুব খারাপ মানুষ!’
তবে পারেদেসও কড়া জবাব দিতে দেরি করেননি। তিনি হাসতে হাসতে বলেন, ‘আমার একটি বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা আছে। তোমার কী আছে?’
প্রসঙ্গত, ২০২১ ও ২০২৪ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পারেদেস।