প্রচ্ছদ খেলাধুলা আফ্রিদির পাওনা পরিশোধে বিসিবির কিছু করার নেই: ফারুক আহমেদ

আফ্রিদির পাওনা পরিশোধে বিসিবির কিছু করার নেই: ফারুক আহমেদ

বিপিএল শেষ হয়েছে প্রায় মাস হতে চলল, কিন্তু টুর্নামেন্টের কলঙ্ক এখনো ঘুচছে না। আসরজুড়েই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নানারকম কাণ্ড হয়েছে। সম্প্রতি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি বোমা ফাটান। চিটাগং কিংস তাকে প্রতিশ্রুত টাকা দেয়নি! বারবার ফোন করেও চিটাগংয়ের মালিক সামির কাদের চৌধুরীর সাড়া পাননি। এ নিয়ে তিনি বিসিবিতে মেইল পাঠিয়েছেন। পরবর্তীতে দুই দেশের রাষ্ট্রপ্রধানের কাছে অভিযোগ করারও ইঙ্গিত দিয়েছেন আফ্রিদি।

২৭টি শট নিয়েও জিততে পারল না পিএসজি!২৭টি শট নিয়েও জিততে পারল না পিএসজি!
এবারের বিপিএলে চিটাগংয়ের শুভেচ্ছাদূত ছিলেন আফ্রিদি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর শুভেচ্ছাদূতের চুক্তিতে বিসিবির সংশ্লিষ্টতা থাকে না। তাই এ বিষয়ে অনুরোধ ছাড়া কিছু করার নেই বলেই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গতকাল লাহোরে নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালের সাংবাদিকদের তিনি বলেন, ‘বোর্ডের দিক থেকে আমরা কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত নই। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ড্রাফটের খেলোয়াড়দের চুক্তিতে বোর্ডের সংশ্লিষ্টতা থাকে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন দল কাকে কীভাবে আনছে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার।’

রাফিনহার গোলে জয় পেল ১০ জনের বার্সেলোনারাফিনহার গোলে জয় পেল ১০ জনের বার্সেলোনা
ফারুক অবশ্য মেনে নিচ্ছেন যে, আফ্রিদির এমন অভিযোগে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই তিনি ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি খোঁজার ক্ষেত্রে সতর্ক হওয়ার কথা বলেন, ‘আফ্রিদির ক্ষেত্রে আমরা শুধু অনুরোধ করতে পারি, কারণ এটার কোনো আইনি ভিত্তি নেই, কিসের ভিত্তিতে আমরা বলব! আমরা অনুরোধ করতে পারি এবং ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের পারে আরও সতর্ক হতে পারি। আগামী বছর বিপিএলের ফ্র্যাঞ্চাইজি খোঁজার ক্ষেত্রে ভিন্ন কিছুই হবে।’