প্রচ্ছদ খেলাধুলা আইপিএল নিলামে ১৩ বছরের বৈভব, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ড

আইপিএল নিলামে ১৩ বছরের বৈভব, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ড

কিছুদিন আগেেই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়েছিলেন। ভারতের ‘বিস্ময় বালক’ খ্যাত এই ব্যাটারের নাম বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৩ তার। এই তের বছর বয়সে জাতীয় দলে সুযোগ খুব একটা বেশি দেখা যায় না। জাতীয় দলে তার সুযোগ পাওয়া নিয়ে যেখানে আলোচনার শেষ নেই যেন। এ পরিস্থিতিতে তিনি আইপিএলে নিলামে নাম লিখিয়ে রেকর্ড তৈরি করলেন। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে নাম লেখালেন এই ক্রিকেটার।

সম্প্রতি আইপিএলের মেগা নিলামের জন্য ৫৭৪ জন প্লেয়ারের নাম ঘোষণা করে আইপিএল। তালিকায় সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হচ্ছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়স তার। আর এই তালিকায় সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার রয়েছেন। তিনি হলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা জেমস অ্যান্ডারসন। ৪২ বছর বয়সে তিনি আইপিএল নিলামে উঠবেন।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে আইপিএলের নিলাম। প্রথম দিন ভারতীয় সময় দুপুর তিনটে থেকে শুরু হবে নিলাম। সেখানেই নাম ডাকা হবে বৈভবের।কে বৈভব সূর্যবংশী ১৩ বছর বয়সি বৈভব একজন বাঁ হাতি ব্যাটার। তিনি আইপিএল নিলামে প্লেয়ারদের তালিকায় ৪৯১ নম্বর জায়গায় রয়েছেন। আনক্যাপড ব্যাটারদের তালিকায় রয়েছে তার নাম। ২০১৪ সালের জানুয়ারি মাসে বিহারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর থেকে তিনি পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় আসেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে সূর্যবংশী খেলেছিলেন। সেখানে তিনি সেঞ্চুরি করেন। একই টিমে থাকলেও প্রত্যেকেই তার থেকে সিনিয়র। তাদের বিরুদ্ধে এই পারফর্ম করে তিনি যে বড় মঞ্চের প্লেয়ার সেটার প্রমাণ দিয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে বৈভব এখনও পর্যন্ত খেলেছেন ৫টি ম্যাচ। ১০টি ইনিংসে মোট রান ১০০। সবথেকে বেশি রান ৪১। তার এই দাপটের জন্য তাকে এবার আইপিএলের নিলামে রাখা হয়েছে।

সূত্র: এই সময় অনলাইন