সারাদেশ: আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় দলের পক্ষে রূপরেখা উপস্থাপন করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে, সাইবার সিকিউরিটি আইন ২০২৩ এবং সকল কালো আইন বাতিল করতে হবে। বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না। পুলিশের মধ্যে মরণাস্ত্র ব্যবহার সংক্ষিপ্ত করতে হবে।
এছাড়াও গত সাড়ে ১৫ বছরে যারা র্যাবে কাজ করেছে তাদেরকে আবারও র্যাবে নিয়োগ দেওয়া যাবে না। সরকারি চাকরিতে আবেদন বিনামূল্যে করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা আগামী দুই বছরের জন্য ৩৫ বছর করতে হবে। পরবর্তীতে স্থানীভাবে ৩৩ বছর করতে হবে। অবসরের বয়সসীমা ৬২ বছর করতে হবে। চাকরিতে বিরাজমানের আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে হবে।